মালদা

গাজোলের করলা ভিটা এলাকায় তিন দিন ব্যাপী লোকনাথ বাবার পুজোর আয়োজন

লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মালদার গাজোলের করলা ভিটায় শুরু হয়ে গেল তিন দিন ব্যাপী লোকনাথ বাবার পূজো-পাঠ। জানা যায়, বিদ্রোহী নামে একটি স্থানীয় ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রথম দিন করলা ভিটা এলাকার পাশে থাকা কালিদিঘি থেকে প্রায় শতাধিক মহিলা কলস ভরে জল নিয়ে গাজোলের বেশ কিছু এলাকা পরিক্রমা করে পুনরায় মন্দির প্রাঙ্গণে হাজির হন। এদিন এই ক্লাবের পক্ষ থেকে দরিদ্র মানুষদের বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বাউল গান এবং সমাপ্তির দিন নরনারায়ণ সেবার আয়োজন করা হবে বলে জানা যায়। 

এবিষয়ে এই স্থানীয় ক্লাবের সম্পাদক জয় কুণ্ডু জানান, তাদের এই পূজো এবার ১৯ বছরে পা দিয়েছে। এই পূজো উপলক্ষে বস্ত্র বিতরণ, বাউল গান, নর নারায়ণ সেবার আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।